বাংলাদেশি ডেলিভারি রাইডার ৬৫ কোটি টাকা লটারি জিতলেন |
সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকেট লটারিতে প্রায় ৬৫ কোটি ১০ লাখ টাকার (২ কোটি দিরহাম) গ্র্যান্ড প্রাইজ জিতেছেন আবুল মনসুর আবদুল সবুর নামে এক বাংলাদেশি। তিনি পেশায় একজন ডেলিভারি রাইডার।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
পুরস্কার জয়ের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে আবুল মনসুর বলেন, “আমি এতটাই খুশি যে তা প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না।”
এবারের লটারির ড্রয়ের আগে তিনি ও তার বন্ধুরা মিলে ৫টি টিকেট কিনেছিলেন। এর মধ্যে পুরস্কার জিতেছে কেবল তার কেনা টিকেট। ৫০ বছর বয়সী এই প্রবাসী ২০০৭ সাল থেকে লটারির টিকেট কিনে আসছেন, এবং অবশেষে ভাগ্য তার পক্ষে ফিরেছে।
লটারির আয়োজকদের কাছ থেকে সুসংবাদ জানিয়ে ফোনকল পাওয়ার পর প্রথমে নিজের ভাগ্য বিশ্বাস করতে পারছিলেন না। পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, তিনি দেশে পরিবারের জন্য খরচ করবেন এবং দীর্ঘদিন ধরে নিজের একটি ব্যবসা শুরু করার যে স্বপ্ন ছিল, এবার সেটি বাস্তবায়ন করতে চান।
এবারের বিগ টিকেট লটারিতে নগদ অর্থের পাশাপাশি প্রতিদিন ২৪ ক্যারেটের স্বর্ণের বার জেতারও সুযোগ রয়েছে। পুরো অক্টোবর মাস জুড়ে এই পুরস্কার বিতরণ করা হবে।
এর আগে, গত সেপ্টেম্বর মাসে বিগ টিকেট র্যাফেল ড্রতে দেড় কোটি ডলার পুরস্কার জিতেছিলেন আরেক বাংলাদেশি প্রবাসী শামশু মিয়া, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ কোটি ১৪ লাখ টাকা।
0 মন্তব্যসমূহ